চিলাহাটীতে বাল্যবিবাহ আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন শীর্ষক লার্নিং এন্ড শেয়ারিং মিটিং


রিপোর্ট-এ আই পলাশ,ছবি-রবিউল ইসলাম-নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটীতে বাল্যবিবাহ আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন শীর্ষক লার্নিং এন্ড শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ মে) সকালে চিলাহাটী ডাকবাংলো মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। একশন এইড বাংলাদেশ এর সহযোগীতায় সমাজ উন্নয়ন যুব মহিলা সমিতির বাস্তবায়িত প্রকল্প “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যুব নারী” এর আয়োজনে সভায় ডোমার উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সমাজ উন্নয়ন যুব মহিলা সমিতির সভাপতি শেফালী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডোমার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. জিয়াবুল আলম,গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য ফারুক হোসেন,ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এক্রামুল হক উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।এ ছাড়া প্রকল্পটির করডিনেটর ভারতী রানী বক্তব্য দেন।আলোচনার শুরুতে যুব সদস্য জেসমিন তারিফ(জুঁই) আলোচনার মূল বিষয় উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধে আইন এর যথাযথ প্রয়োগ দাবী করে এই এলাকায় বাল্য বিয়ে বেশী হবার কারনসমূহ উপস্থাপন করা হয়।তার মধ্যে উল্লেখযোগ্য হলো-দারিদ্রতা,আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের সাথে যুক্ত হতে না পারা,যৌন হয়রানির আশংকা,সামাজিক নিরাপত্তার অভাব ইত্যাদি। এছাড়া সভায় বাল্য বিয়ের কুফলসমূহ তুলে ধরা হয়। সভায় তথ্য জানানো হয়,ইউনিসেফের প্রতিবেদনে বাংলাদেশের ৬৬ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে হয় এর মধ্যে ১৫-২৯ বছরেই অন্তঃসত্তা কিংবা মা হয় তিন চতুর্থাংশ কন্যা শিশু ।

পুরোনো সংবাদ

নীলফামারী 5505154092681836545

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item