হরিপুরে সরকারি গাছ কর্তনের অভিযোগ

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
শুক্রবার উপজেলার যাদুরাণী বড়পুকুর পাড়ের গঙ্গাধাম মন্দিরের পাশ্বে সরকারি জায়গা থেকে দুটি মেহগুণী গাছ কর্তন করে স্থানীয় সাবেক মেম্বার শেমা প্রশাদ (খেলু) নাম এক ব্যাক্তি।
স্থানীয়রা জানান, সাবেক মেম্বার শেমা প্রশাদ (খেলু) দাঁড়িয়ে থেকে সকাল থেকে বিকাল পর্যন্ত লক্ষ্য টাকা মূল্যের বড় মেহগুণী দুটি গাছ কর্তন করে। বড়পুুকুর পাড়ারের গাছগুলো সরকারি বলে দাবি স্থানীয় ও মন্দির কতৃপক্ষের।
স্থানীরা এবং মন্দির কতৃপক্ষ আরো জানান, ১নং খতিয়ানের ১৭৪২ দাগে ২৪ শতক জমির উপর গঙ্গাধাম মন্দিরের পাশ্বে সরকারি জায়গা থেকে গাছ দুটি কর্তন করে।
গাছ কর্তনকারি শেমা প্রশাদ (খেলু) এর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসেপ করেননি।
মন্দির কমিটির সভাপতি গলেন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক পাইলট মাহলী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তন করা গাছগুলো জব্দ করে মন্দির কতৃপক্ষের কাছে রেখেছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমজে আরিফ বেগ জানান, গাছ কর্তনকারির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্তা হবে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 5910365298072578080

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item