ভাগিনার হাতে মামা খুন, আটক ভাগ্নে

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে মাদক নিয়ে বিরোধের জেরে ভাগ্নের হামলায় আহত মামা সাদল চন্দ্র দাসের (৫৫) মৃত্যু হয়েছে।  শনিবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  সাদল চন্দ্র শহরের আশ্রমপাড়ার মাছ ব্যবসায়ী। এ ঘটনায় পুলিশ ভাগ্নে মানিক চন্দ্র দাসকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় শহরের আশ্রমপাড়ায় ভাগ্নে  মানিক চন্দ্র দাসকে মাদক সেবন ও বিক্রিতে বাঁধা দেয় মামা সালদ চন্দ্র দাস। এ নিয়ে বিরোধের জেরে ভাগ্নের রডের আঘাতে সাদল চন্দ্র, মুক্তিরানী, ববিতা রানীসহ ৫জন আহত হয়। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদও মধ্যে সাদলের অবস্থা আশংকাজনক হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরদিন সাদলের স্বজনরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুনরায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। গতকাল শনিবার (২১ এপ্রিল) দুপুরে সাদল মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ঠাকুরগাঁও থানার ওসি আব্দুল লতিফ জানায়, মৃত দেহের ময়না তদন্ত হয়েছে। এঘটনায় মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে ঢাকা থেকে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় মামা সাদলের বাড়িতে আসে। সেখানে পাশের একটি বাসায় ভাড়া ওঠে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 3527162750786799096

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item