রংপুরের পীরগঞ্জে মুুক্তিযুদ্ধের সময় করতোয়া নদীতে তলিয়ে যাওয়া ট্যাংক এর অস্তিত্ব মিলেছে

মামুনুর রশিদ মেরাজুল-
রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদীতে যুদ্ধে ব্যবহ্রত একটা ট্যাংক এর অস্তিত্ব মিলেছে । উপজলার টুকুরিয়া ইউনিয়নর দুধিয়াবাড়ী মৌজায় করতোয়া নদীতে এ ট্যাংকটির অস্তিত্ব মিলে । আর এ ট্যাংকটি দেখার জন্য প্রতিদিনই সেখানে অনেক মানুষের ভীড় জমছে ।পীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুস সাত্তার মন্ডল,ও টুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদসহ এলাকাবাসী জানান, ১৯৭১ ইং সালে মুক্তিযুদ্ধকালীন  সময় মিত্রবাহিনীর  ট্যাংক বহর করতোয়ানদী পেরিয়ে পীরগঞ্জ হয়ে রংপুরের যাবার পথে ওই নদীর বর্নিত স্থানে বহরের ১ টি ট্যাংক তলিয়ে যায়। ওই সময় এটি উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে মিত্র বাহিনী ট্যাংকটি রেখেই বহর নিয়ে পীরগঞ্জে প্রবেশ করে। তখন থেকে  সেখানেই ট্যাংকটি পতিত অবস্থায় পড়ে ছিল। দীর্ঘ ৪৭ পর গত ক’দিন আগে করতোয়া নদীর বর্নিত স্থানে সেটির অস্তিত্ব মিলে। মুক্তিযুদ্ধকালীন  সময়ের ট্যাংকটি এক নজর দেখতে প্রতিদিন নদীর দু’পাড়ের নারী শিশুসহ শত-শত মানুষ ভীড় করছে।
এ দিকে গতকাল ২৭ এপ্রিল শুক্রবার বিকালে রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন । এ সময় পীরগঞ্জ উপজেলা সহকারী কিমশনার (ভূমি ) নাশিদ কায়সার রিয়াদ, পীরগঞ্জ থানার ইন্সেপক্টর তদন্ত হারুন অর রশিদ,ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুশান্ত সরকার, সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল ও স্থানীয় সাংবাদিকগন জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।পরিদর্শন কালে প্রশাসক উপস্থিত জনতা ও সাংবাদিকদের জানান,শীঘ্রই ট্যাংকটি উত্তলোনের  জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



পুরোনো সংবাদ

রংপুর 3063593592433163263

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item