বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে রানার্সআপ বাংলাদেশ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের শিরোপা জিতল তুর্কমেনিস্তান। আজ শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশকে ৩-১ সেটে হারিয়ে শিরোপা জিতে নেয় তুর্কমেনিস্তান। অন্যদিকে ফাইনালের আগে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কিরগিজস্তান ২৫-২০, ২৫-২২, ২৫-২০ পয়েন্টে ৩-০ সেটে নেপাল দলকে হারিয়ে প্রতিযোগিতায় তৃতীয়স্থান অর্জন করে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় কানায় কানায় পরিপূর্ণ ছিল ইনডোর স্টেডিয়াম। স্বাগতিক দর্শকদের উৎসাহের মধ্য দিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। এতে আত্মবিশ্বাস বেড়ে যায় স্বাগতিকদের। তাই তুমুল উত্তেজনাপূর্ণ প্রথম সেটটি ২৬-২৪ পয়েন্টে জিতে নেয় বাংলাদেশ। কিন্তু পরের তিন সেটে হেরে বসে স্বাগতিকরা। ২০-২৫, ২২-২৫, ১৭-২৫ পয়েন্টে পরের তিন সেট জিতে শিরোপার স্বাদ নেয় তুর্কমেনিস্তান।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ওবায়দুল কাদের। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, নাজমুল হাসান পাপন এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশানের সম্মানিত সভাপতি মোঃ আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পুরোনো সংবাদ

খেলাধুলা 3495673830832567584

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item