সৈয়দপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা না হলে শহর অচল করে দেয়ার হুশিয়ারি

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

সৈয়দপুরে পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ভলুর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামি ৭২ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে সৈয়দপুর শহর অচল করে দেয়ার হুশিয়ারি উচ্চারণ করা হয়। স্থানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মামলায় অভিযুক্ত হিটলার চৌধুরী ভুলু তার লিখিত বক্তব্যে বলেন গত ২৩ এপ্রিল সৈয়দপুর পৌরসভার কর্মচারীরা সকাল বেলা ২নং ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতার কাজে যায়। ওইদিন ওই কর্মচারীরা ময়লাপূর্ণ জায়গা পরিস্কার না করে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার বাসার সামনের জায়গায় দৃষ্টিনন্দনের জন্য লাগানো ফুলের গাছ উপরে ফেলে। এতে আমার স্ত্রী বাধা দিলে পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত পৌর কর্মচারীরা আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে পৌর কর্মচারীদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা উল্টো আমাকে ঘাস কাটার হাসুয়া দিয়ে লাঞ্ছিত করার চেষ্টা করে। এ সময় প্রতিবেশিরা এগিয়ে আসলে লাঞ্ছিত হওয়া থেকে রক্ষা পাই। পরে কনজারভেন্সি পরিদর্শক (ভারপ্রাপ্ত) মমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌছে। তিনি পরিচ্ছন্ন কর্মীদের ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইতে বলেন। পরিচ্ছন্ন কর্মীরা আমার কাছে ভুলের ক্ষমা চেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কিন্তু বিএনপি নেতা পৌর মেয়র আমজাদ হোসেন সরকার আমার জনপ্রিয়তায় ঈর্ষাণি¦ত হয়ে আমাকে হয়রানি করতে মিথ্যা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে ২৫ এপ্রিল সৈয়দপুর থানায় মামলা দায়ের করায় পৌর কর্মচারীদের দিয়ে। একইদিন তাদের দিয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মিথ্যা তথ্য পরিবেশন করেন। এর আগে ২৪ এপ্রিল মেয়র আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে পৌর কর্মচারীদের দিয়ে অবস্থান কর্মসূচি পালন করায়।
আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগ নেতা সৈয়দপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, আওয়ামী লীগ নেতা আখতার হোসেন খান, আখতার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা অলিউর রহমান রতন, সারফরাজ মুন্না, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব সরকার সোহাগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ সৈয়দপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন ডাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান জিকো আহমেদসহ সকল স্তরের নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আখতার হোসেন বাদল আল্টিমেটাম ঘোষণা করে বলেন আগামী ৭২ ঘন্টার মধ্যে দলের নেতা হিটলার চৌধুরী ভুলুর বিরুদ্ধে হয়রানি মূলক মামলা প্রত্যাহার করা না হলে সৈয়দপুর শহর অচল করে দেয়া হবে। এতেও যদি মামলা প্রত্যাহার না হয় তাহলে জনগন ও দলের সকলস্তরের নেতা কর্মীদের নিয়ে আন্দোলনের পরিধি আরো বৃহৎ করা হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8892260010397839099

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item