সৈয়দপুর পৌরসভার উন্নয়নমূক কাজে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সন্তোষ প্রকাশ

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় বিশ্বব্যাংক ও মিউনিসিপ্যাল গভার্নেন্স অ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) চলমান প্রকল্পের উন্নয়নমূলক কাজে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে (২৬ এপ্রিল) সৈয়দপুর পৌরসভার আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে কাউন্সিলর, সাংবাদিক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীদের সাথে গ্রুপভিত্তিক আলোচনায় ওই মতামত ব্যক্ত করেন।
সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার ওই সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রতিনিধি জেনিফার সচাবাটুর, লীনা কাম্পাইনেন , কীর্তি নিশান চাকমা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পৌরসভার মেয়র পৌর এলাকায় চলমান রাস্তা, ড্রেনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ জনঅংশগ্রহণের মাধ্যমে কাজ করার কথা বলেন। এতে করে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাকে সমঝোতার ভিত্তিতে ক্ষতিপূরণও প্রদানের কথা জানান।
এরপর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী প্রজেক্টরের মাধ্যমে প্রতিটি প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। পৌরসভা উন্নয়নমূলক কাজে বিশ্বব্যাংকের নীতিমালা অনুযায়ী কাজ করায় দলটি সন্তোষ প্রকাশ করেন।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. আবদুল গফুর সরকার, পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার কবির, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা সালাম, সাংবাদিক সাকির হোসেন বাদল প্রমুখ। এর আগে বিশ্বব্যাংক প্রতিনিধি সভাস্থলে পৌঁছলে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 8959591271968438834

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item