সৈয়দপুরে লক্ষণপুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষকের ছোট ছেলের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে লক্ষণপুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. আমির আলী প্রামানিকের  ছোট ছেলে সুমন আলী শ্বাষকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে গত শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি. . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েচিল ৩১ বছর। তিনি বাবা-মা, তিন ভাই, চার বোনসহ অসংখ্যক আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল (রোববার) বাদ জোহর দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী দাখিল মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, মরহুম সুমন আলী ছিলেন,  বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার ড্রাইভার মো. জাহাঙ্গীর আলম বিপ্লব, একই ব্যাংকের সিরাজগঞ্জ শাখার এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. আলমগীর কবির এবং লক্ষনপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা  মোছা. সাহেদা বাণুর ছোট ভাই।
তাঁর মৃত্যুতে দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার ১ নম্বর বেলাইচন্ডী ইউপি চেয়ারম্যান মো. হাসিবুর রশীদ রুম্মান, বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. ইখওয়ানুল ইসলাম, লক্ষনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক মো. রেজাউল করিম রেজা, সাংবাদিক এম আর আলম ঝন্টু, তোফাজ্জল হোসেন লুতু, মিজানুর রহমান মিলন, উন্নয়ন কর্মী প্রতাপ সরকার বিজয় প্রমূখ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 409891805621118543

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item