শনিবার থেকে সৈয়দপুরে শুরু হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমান বই মেলা

  তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

শনিবার (২৮ এপ্রিল) থেকে নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী ভ্রাম্যমান বই মেলা শুরু হচ্ছে। “বই কিনুন, বই পড়–ন, আলোকিত মানুষ হোন” ম্লোগানকে সামনে রেখে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওই ভ্রাম্যমান বই মেলার আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে (পুরাতন ভবন) বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বই মেলার শুভ উদ্বোধন করবেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ। এ সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার মো. দেলোয়ার হোসেনসহ শহরের কবি, সাহিত্যিক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন বলে  জানা গেছে।
মেলা সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন দিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলায় ওই গাড়িতে ১৭০ টি প্রকাশনী সংস্থার প্রায় ১০ হাজার বিভিন্ন ধরনের বই রয়েছে। প্রতিদিন বিকেল ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। চলবে আগামী সোমবার পর্যন্ত (৩০ এপ্রিল)।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 1975617481577992151

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item