রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় আন্তঃ বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা আজ ফাইনাল খেলবে স্বাগতিক সৈয়দপুর ডিএসএ বনাম রাজশাহী ডিএসএ

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

 সৈয়দপুরে রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় আন্তঃ বিভাগীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা আজ (রবিবার)। ফাইনাল খেলায় স্বাগতিক সৈয়দপুর ডিএসএ বনাম রাজশাহী ডিএসএর মধ্যে অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার প্রতিযোগিতার তৃতীয় দিনের প্রথম ম্যাচে পাকশী ডিএসএ বনাম লালমনিরহাট ডিএসএ মুখোমুখি হয়। এতে পাকশী ডিএসএ ১ - ০ গোলে লালমনিরহাট ডিএসএকে হারায়। পাকশী ডিএসএ’র পক্ষে একমাত্র গোলটি করেন দলের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় মো. হাবিবুর রহমান।
আর প্রতিযোগিতায় সৈয়দপুর ডিএসএ বনাম রাজশাহী ডিএসএ’র মধ্যকার দ্বিতীয় ম্যাচটি গোল শুন্য ড্র হয়। সৈয়দপুর ডিএসএ দলের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক প্রকৌশলী মুহাম্মদ রাশেদুল আমীন। আর সৈয়দপুর রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (এসএসএই) মো. তহিদুল ইসলাম দলের কোচের দায়িত্ব পালন করছেন ।
গতকালকের দুইটি ম্যাচেই পরিচালনা করেন রেফারী মো. মোরশেদ-উল-আলম মোরশেদ।  সহযোগী রেফারী ছিলেন সাজেদুর রহমান রুবেল ও মো. নুরুজ্জামান বেলাল এবং মো. দেলোয়ার হোসেন মন্ডল ম্যাচ রেফারীর দায়িত্ব পালন করেন।
পয়েন্টভিত্তিক এ প্রতিযোগিতায় গোলের ব্যবধানে শীর্ষে রয়েছে সৈয়দপুর ডিএসএ এবং রাজশাহী।  আজ প্রতিযোগিতার ফাইনাল খেলায় সৈয়দপুর  ডিএসএ বনাম রাজশাহী ডিএসএ পরস্পরের মুখোমুখি হবে।
সৈয়দপুর রেলওয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থার (ডিএসএ) ব্যবস্থাপনায় স্থানীয় রেলওয়ে মাঠে এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় রাজশাহী, লালমনিরহাট, পাকশী ও সৈয়দপুর ডিএসএ অংশ নেয়।
আজ প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেলওয়ের মহা-ব্যবস্থাপক (পশ্চিম) মো. মজিবর রহমান।
 ট্রপি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) এবং সৈয়দপুর রেলওয়ের বিভাগীয় ক্রীড়া সংস্থার চেয়ারম্যান মুহাম্মদ কুদরত-ই-খুদা।

পুরোনো সংবাদ

নীলফামারী 8901956566153543266

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item