ছোট ভাইকে জমি দেয়ায় ছেলেরা পেটালো বাবা-মাকে!

মামুনুর রশিদ মেরাজুল -
পীরগঞ্জের পল্লীতে এক বড় ভাই তার আপন ছোট ভাইকে বাড়ী করার জমি দেয়ায় ঔরসজাত ২ পাষন্ড ছেলে তাদের বাবা-মাকে নির্মমভাবে মারপিট করেছে। মারাত্মক আহত অবস্থায় বাবা-মাকে মিঠাপুকুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় নির্যাতনের শিকার বাবা ছেলেদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করেছেন। উপজেলার পাঁচগাছী ইউনিয়নের এনায়েতপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
মামলা, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, এনায়েতপুর গ্রামের আলহাজ্ব নুরুন্নবী রাজা তার সহায়-সম্বলহীন আপন ছোট ভাই নজরুল ইসলামকে ৪ শতক জমি দান করলে সেখানে সে বাড়ী নির্মান করে। এ ঘটনায় রাজার বড় ভাই আজিজ মিয়া ও অপর ছোট ভাই রঞ্জু মিয়া ক্ষোভে ফুঁসে উঠে রাজার দু’ছেলে শামীম ও সুমনকে ক্ষেপিয়ে তোলে। এ নিয়ে গত ১৯ এপ্রিল রাজা মিয়ার সাথে ছেলে-ভাইদের বাকবিতন্ডা বাঁধে। একপর্যায়ে ২ ছেলে-ভাইসহ কয়েকজন রাজা মিয়া, তার স্ত্রী শাহিদা বেগম ও নজরুলের (জমিগ্রহীতা) স্ত্রী আমিনা বেগমকে নির্মমভাবে মারপিট করে। মারাত্মক আহত অবস্থায় ওই ৩ জনকে পার্শ্ববর্তী মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করা হয়। রাজা মিয়া সুস্থ্য হলেও শাহিদা ও আমিনা এখনো হাসপাতালে রয়েছেন। অপরদিকে মামলা না করার জন্য অব্যাহত হুমকি দেয়ার প্রায় দেড় সপ্তাহ পর রাজা বাদী হয়ে ৭ জনকে আসামী করে পীরগঞ্জ থানায় মামলা করেছেন। ওই মামলায় ২ ছেলে, ২ ভাই, ভাবী এবং ভাতিজা ও ভাতিজা বৌকেও আসামী করা হয়েছে। রাজা মিয়া জানান, আমার আপন ছোট ভাই পথে পথে ঘুরবে, আর আমি ইটের ঘরে থাকবো। এটা হয় না। তাই আমি ছোট ভাই নজরুলকে ৪ শতক জমি দিলে সে সেখানেই বাড়ী করে আছে। তিনি আরও জানান, ৩ ছেলেকে আমি ২ বিঘা করে জমি দানপত্রও করে দিয়েছি। জীবনের নিরাপত্তার জন্যই মামলঅ করেছি। ওসি রেজাউল করিম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মা-বাবাকে সন্তানরা মারতে পারে না। মামলার আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুরোনো সংবাদ

রংপুর 8876038358417426556

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item