বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানো যাবে না : প্রধানমন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভ্যাট না বসাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট ধার্য না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে ভ্যাট না বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হবে সে প্রচেষ্টা নিতে হবে।’

মন্ত্রী বলেন, ‘গতকাল থেকে শোনা যাচ্ছিল অর্থমন্ত্রী নাকি বলেছেন আগামী বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানো হবে। একনেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি নির্দেশে বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানোর প্রয়োজন নেই।

গত অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’তে ৭ শতাংশ ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছিল। এর প্রতিবাদে ছাত্র আন্দোলন শুরু হলে সরকার ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 1848885861032362384

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item