তেঁতুলিয়ায় বাংলাবান্ধা-ফুলবাড়ী জিরো লাইনের জয়েন্ট রিট্রিট উদ্বোধন

মুহম্মদ তরিকুল ইসলাম-
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপিতে জয়েন্ট রিট্রিট সেরিমণির উদ্বোধন করা হয়েছে। ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ-ভারত বাংলাবান্ধা জিরোপয়েন্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এই দুই মহাপরিচালকের উপস্থিতিতে আনন্দমূখোর ও জাকজমকপূর্ণ পরিবেশে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো.সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি এবং বিএসএফ এর মহা পরিচালক শ্রী কৃষাণ কুমার শর্মা আইপিএস। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.মজিবুর রহমান, ওএসপি, পিপিএম (সেবা), ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ ও ভারতের ড.রাজেশ মিশরাসহ আইপিএস, আইজি বিএসএফ, র্নথ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ী এবং বিজিবি-বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো জনসাধারণ।
দুই দেশের মহাপরিচালকদ্বয় বাংলাবান্ধা-ফুলবাড়িতে অনুষ্ঠিত জয়েন্ট রিট্রিট সেরিমণির উদ্বোধনী মোড়ক উন্মোচন ও স্বস্ব দেশের জাতীয় পতাকার রংয়ের বেলুন অবমুক্তকরণের মাধ্যমে জয়েন্ট রিট্রিট সেরিমণি’র উদ্বোধন ঘোষণা করেন। পরে ভাতৃত্বের সেতুবন্ধনের অংশ হিসেবে বিজিবি-বিএসএফ প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করা হয়। বিজিবি-বিএসএফ মহাপরিচালক দুই দেশের প্যারেড কন্টিজেন্টকে উপহার প্রদান করে। অত:পর বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে ঐতিহাসিক এ জয়েন্ট রিট্রিট সেরিমণিকে স্মরণীয় করে রাখতে স্মারকচিহ্ন বিনিময়ের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠান পর্ব সম্পন্নের সাথে সাথে প্রতিদিন বাংলাবান্ধা-ফুলবাড়ি আইসিপিতে যৌথভাবে প্যারেড পরিচালনার আনুষ্ঠানিক স্বীকৃতির প্রাপ্তি ঘটে এবং ভাতৃত্বের সেতুবন্ধন নতুন এক যাএা শুরু হয়।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8367356863324204502

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item