আটোয়ারীতে কৃষক মাঠ দিবস

মো: সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
মঙ্গলবার সন্ধ্যায় লাল তীর সীড এর আয়োজনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোরিয়া ইউনিয়নের ছোপড়াঝার এলাকায় তরমুজ চাষিদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ছোপড়াঝার এলাকার কৃষক জয়নাল আবেদীন জানান, ১.৬৫ শতক জমিতে লালতীর হাইব্রীড তরমুজ ব্ল্যাক জয়েন্ট চাষ করে আমি স্বাবলম্বী। ১ একর ৬৫ শতক জমিতে লাল তীর সীড ব্লাক জয়েন্ট তরমুজ চাষ করতে খরচ ৬২ হাজার বিক্রি হয়েছে ২ লক্ষ ৩৭ হাজার টাকা। এতে ১ লক্ষ ৭৫ হাজার টাকা লাভবান হই। কৃষক কফিল উদ্দীন জানান, ৩৩ শতক জমিতে ১১ হাজার টাকা খরচ যা বিক্রি হয়েছে ৪৮ হাজার টাকা। তিনি আরও জানান, লালতীর সীড ব্ল্যাক জয়েন্ট তরমুজ ফলনও ভাল ওজনেও বেশি (১০-১২ কেজি) হয়। তাদের কাছে গল্প শুনে অনেক কৃষক লালতীর সীড এর ব্ল্যাক জয়েন্ট তরমুজ চাষে উদ্ধুদ্ব হয়েছে। এই এলাকার অনেক কৃষক লালতীর সীড এর বীজ ব্ল্যাক জয়েন্ট তরমুজ চাষে স্বাবলম্বী হয়ে উঠেছেন।আটোয়ারী উপজেলা কৃষি অফিস সূত্রে ১২০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। অনুষ্ঠানের  প্রধান অতিথি আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা   শামীম ইকবাল উপস্থিত ছিলেন। এ সময় লালতীর সীডস এর ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান, রিজোনাল ম্যানেজার রুস্তম আলী,টেরিটরি ম্যানেজার ঠাকুরগাঁও, তরিকুল ইসলাম, টেরিটরি ম্যানেজার পঞ্চগড়, রেজাউল করিম, পিডিএস ক্র্যাসিস, মোস্তাকিন আলী, ইউপি সদস্য আবু সালেক উপস্থিত ছিলেন। আটোয়ারী উপজেলার লালতীর সীডস এর এজেন্ট মৌসুমী বীজ ভান্ডার এর স্বত্বাধিকারী আঃসামাদ জানান, এ মৌসুমে লালতীর সীডস এর ব্ল্যাক জয়েন্ট তরমুজ বীজ অনেক চাহিদা ছিল এবং আগামী মৌসুমে আরো বেশী চাহিদা হতে পারে। পঞ্চগড়ের তরমুজ স্থানীয় চাহিদা পুরণ করে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল তরমুজ চাষে জন উদ্ধুদ্বকরণ ভাল ফলনের পরামর্শ সব ধরনের সহযোগিতা করে আসবেন বলে জানিয়েছেন। আটোয়ারী উপজেলার ১৫০ জন  কৃষক  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 960501359213690474

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item