নীলফামারীতে টিকাদান সপ্তাহ বাস্তবায়নে এ্যাডভোকেসি সভা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৫ এপ্রিল॥
নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব টিকাদান সপ্তাহ সফলভাবে বাস্তবায়নের লক্ষে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ সিরাজুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু হেনা মোস্তফা কামাল, জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেড.এ. সিদ্দিকী, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগম প্রমুখ।
এ্যাডভোকেসি সভায় জানানো হয়, ওই কর্মসূচীর আওতায় জেলার ছয়টি উপজেলা ও চারটি পৌরসভার নিয়মিত টিকাদান কর্মসূচী থেকে বাদ পড়া মোট নয় হাজার তিনশত শিশুকে টিকা খাওয়ানো হবে। এদের মধ্যে নয় থেকে ১১ মাস বয়সী পাঁচ হাজার ৪৮জন শিশুকে প্রথম ডোজ এবং ১৫ থেকে ১৮ মাস বয়সী চার হাজার দুইশত ৫২ জন শিশুকে দ্বিতীয় ডোজ টিকা খাওয়ানো হবে।
অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। #

পুরোনো সংবাদ

নীলফামারী 2461028814576818346

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item