নীলফামারীতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে প্রচারণা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১০ এপ্রিল॥
“খাদ্য অধিকার আইন চাই, সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা চাই” শ্লে¬াগানে খাদ্য অধিকার প্রচারাভিযান চালিয়েছে খাদ্য অধিকার বাংলাদেশ নীলফামারী জেলা কমিটি।
আজ মঙ্গলবার দুপুরে প্রচারণার অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের ডালপট্টি মোড় থেকে শুরু করে শোভাযাত্রাটি শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়।
এ সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশ নীলফামারী জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ।
এতে বক্তব্য দেন- উন্নয়ন সংস্থা প্রাণের নির্বাহী পরিচালক মমিনুর রহমান, ব্রীফ-এর প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, পল্লী চিকিৎসক সমিতির সাধারণ স¤পাদক তোবারক আলী, খাদ্য অধিকার বাংলাদেশ রংপুর বিভাগীয় কমিটির সদস্য চন্দন কুমার রায়সহ প্রমুখ।
বক্তারা সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এবং খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে দারিদ্র বিমোচনে বহুমুখী কর্মসূচি, নারী ও শিশুদের খাদ্য নিশ্চিত করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পুষ্টিকর খাদ্যসহ যথাযথ পূর্ব প্রস্তুতি রাখা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিতে সঠিক উপকারভোগী নির্বাচন করা, নিরাপদ খাদ্যের ক্ষেত্রে অপরাধীদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করাসহ দশ দফা বাস্তবায়নের আহ্বান জানান।
পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) আজাহারুল ইসলাম। #

পুরোনো সংবাদ

নীলফামারী 3569096103760045897

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item