নীলফামারীতে জেএফএ অনুর্ধ ১৪ জাতীয় বালিকা ফুটবল টুর্ণামেন্টে গোলের ছড়াছড়ি

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৫ এপ্রিল॥
নীলফামারী জেলা শহরের শেখ কামাল স্টেডিয়ামে শুরু হওয়া রংপুর জোনের জেএফএ অনুর্ধ ১৪ জাতীয় বালিকা ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় দিনের প্রথম খেলায় ২২-০ গোলে লালমনিরহাট জেলা দলকে হারিয়েছে রংপুর জেলা দল।
আজ বুধবার বিকালে ওই টুর্ণামেন্টে দর্শকদের তাক লাগিয়ে দেয় রংপুর জেলা দল। রংপুর দলের ১০ নম্বর জার্সি নাসরিন ৯টি গোল ও ৯ নম্বর জার্সি বৃষ্টি ৮টি গোল করে হ্যাট্রিক করেছে।
পরের খেলাটি ছিল কুড়িগ্রাম জেলা দলের সঙ্গে ঠাকুরগাঁও জেলা দলের প্রথম সেমিফাইনাল।

প্রথম সেমিফাইনালে কুড়িগ্রাম জেলা দলকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ঠাকুরগাঁও জেলা দল। ঠাকুরগাঁও জেলা দলের ১২ নম্বর জার্সি স্বপ্না ২টি এবং কাকলী ১টি গোল করে।
প্রথম খেলায় লালমনিরহাট জেলা দল কোনো গোল করতে সক্ষম হয়নি।
আগামীকাল বৃহস্পতিবার (২৬ এপ্রিল) নীলফামারী জেলা দলের সঙ্গে রংপুর জেলা দলের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানায়, জাপান ফুটবল অ্যাশোসিয়েশন (জেএফএর) পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা ফুটবল অ্যাশোসিয়েশন ওই টুর্ণামেণ্টের আয়োজন করেন।
জেলা ফুটবল অ্যশোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন মুন জানায়, রংপুর বিভাগের ৭টি অনুর্ধ বালিকা ফুটবল দল রংপুর অঞ্চলের এই খেলায় অংশ নিয়েছে।
উল্লেখ্য, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর। আগামী ২৭ এপ্রিল ফাইনাল খেলার মাধ্যমে এই টুর্ণামেন্ট শেষ হবে।

উল্লেখ যে, গতকাল মঙ্গলবার (২৪ এপ্রিল) উদ্ধোধনী দুইটি পর্বে কুড়িগ্রাম বনাম পঞ্চগড়, ঠাকুরগাঁও বনাম দিনাজপুর জেলা দলের খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় কুড়িগ্রাম জেলা দল পঞ্চগড় জেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে। কুড়িগ্রাম দলের  ১০ নম্বর জার্সি স্বরলিকা হ্যাট্রিক করে।
দ্বিতীয় খেলায় ঠাকুরগাঁও ১২ গোলে দিনাজপুর দলকে পরাজিত করে। ঠাকুরগাঁও দলের ১১ নম্বর জার্সি কাকলি হ্যাট্রিক করে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 8375755783282782044

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item