নীলফামারীতে তিন দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৯ এপ্রিল॥
তিন দিনের জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে নীলফামারীতে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন কবি নজরুল ইসলামের পৌত্রী ও নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী।

এসময় খিলখিল কাজী বলেন, “জাতীয় কবি নজরুল ইসলাম আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন এবং বলেছিলেন ‘বল বীর- উন্নত মম শির! শির নেহারী’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর-’

তিনি বলেন, ‘এইযে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা যিনি আমাদের বলে গেছেন তিনি আমাদের অত্যন্ত প্রাণ প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। তাঁর অজ¯্র গান কবিতা মুক্তিযুদ্ধে আগুন জ্বালিয়েছিল। শত শত যুবক মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই আহ্বানে। সেই গান কবিতা আমাদেরকে ধারণ করতে হবে।’

জাতীয় নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতি বিষক মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা প্রশাসন আয়োজিত ওই সম্মেলণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে বক্তৃতা দেন কবি নজরুল ইনিস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভ্ঞূা, ইনিস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম প্রমুখ।
সম্মেলনের প্রথম পর্বে নজরুল সঙ্গীত পরিবেশন করেন উদ্বোধক কবি নজরুল ইসলামের পৌত্রী খিলখিল কাজী, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা, অধ্যাপক ড. নাশিদ কামাল ও জান্নাতুল ইসলাম কবীর। নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব ও তাঁর দল।
এছাড়াও  আবৃত্তি ও দলীয় সংগীত সংগীত পরিবেশিত হয়।
এর আগে সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য নজরুল র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলন সমাপ্ত হবে আগামী ২১ এপ্রিল। সমাপণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর।#

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 3084795895666265888

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item