নীলফামারীতে শুরু হয়েছে জেএফএ অনুর্ধ ১৪ জাতীয় বালিকা ফুটবল টুর্ণামেণ্ট॥ উদ্বোধনীর দুইটি খেলায় জয় পেয়েছে কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৪ এপ্রিল॥
নীলফামারী জেলা শহরের শেখ কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে রংপুর জোনের জেএফএ অনুর্ধ ১৪ জাতীয় বালিকা ফুটবল টুর্ণামেন্ট। আজ মঙ্গলবার বিকালে দুটি খেলায় জয় পেয়েছে কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও।
জেএফএর (জাপান ফুটবল অ্যাশোসিয়েশন) পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় নীলফামারী জেলা ফুটবল অ্যাশোসিয়েশন ওই টুর্ণামেন্টের আয়োজন করেন।
উদ্ধোধনীতে দুইটি পর্বে কুড়িগ্রাম বনাম পঞ্চগড়, ঠাকুরগাঁও বনাম দিনাজপুর জেলা দলের খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় কুড়িগ্রাম জেলা দল পঞ্চগড় জেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে। কুড়িগ্রাম দলের  ১০ নম্বর জার্সি স্বরলিকা হ্যাট্রিক করে। দ্বিতীয় খেলায় ঠাকুরগাঁও ১২ গোলে দিনাজপুর দলকে পরাজিত করে। ঠাকুরগাঁও দলের ১১ নম্বর জার্সি কাকলি হ্যাট্রিক করে। জেলা ফুটবল অ্যশোসিয়েশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, রংপুর বিভাগের ৭টি অনুর্ধ বালিকা ফুটবল দল রংপুর জোনের জাতীয় এই খেলায় অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর। আগামী ২৭ এপ্রিল ফাইনাল খেলার মাধ্যমে এই টুর্ণামেণ্ট শেষ হবে।  দেশের ৭টি জোনের চ্যাম্পিয়ান দল ঢাকায় খেলবে।
টুর্ণামেণ্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য জেলা ফুটবল অ্যাশোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন মুন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এসএম সফিকুল আলম শাহ্, সাবেক ফুটবল খেলোয়ার মাহবুবুল হক, হামিদুর রহমান চৌধুরী, আসগার আলী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামিমা রহমান, সহসভাপতি রোকেয়া ইসলাম।




পুরোনো সংবাদ

নীলফামারী 2440555757913064428

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item