তিস্তার পানি ন্যায্য হিস্যার দাবিতে জলঢাকায় বাসদের পথসভা

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ


ভারতের একতরফা পানি প্রত্যাহার ও সরকারের নতজানু নীতির প্রতিবাদ এবং পানির ন্যায্য হিস্যার দাবীতে নীলফামারীর জলঢাকায় পথসভা করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। সোমবার বিকালে জলঢাকা পৌর সভার জিরোপয়েন্ট মোড়ে এই পথসভায় মিলিত হন তারা।
৭ থেকে ৯ এপ্রিল পানির দাবীতে তিস্তা রোডমার্চ সফল করতে ঢাকা হতে শুরু হওয়া এ রোডমার্চটি ডিমলার চাপানী হাটে সমাপনী সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল। এসময় উপস্থিত ছিলেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, কমরেড জাহেদুল হক মিলু প্রমুখ। এছাড়াও বগুড়া, রংপুর, নাটোর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও জয়পুরহাটের আহবায়ক এবং সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। বক্তারা তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানি ন্যায্য হিস্যার দাবিতে ও আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্রের পানি সরিয়ে নেওয়ার ভারতীয় পরিকল্পনার তীব্র নিন্দা জানান তারা এবং এরই প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয় সমাবেশ থেকে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item