জলঢাকায় বর্ষবরণ পালনে ব্যাপক প্রস্তুতি

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ বাঙ্গালীর সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। বর্ষবরণ এই দিনে সবাই মেতে উঠে প্রানের উচ্ছাসে। নানা আয়োজনে বরন করা হয় বছরের প্রথম দিন। নতুন দিনের নতুন সূর্যকিরণ স্পর্শ করার আনন্দ তরুন প্রানেরই বেশি। সেই উচ্ছাসে পুরনো স্মৃতির সঙ্গে বৈশাখের আনন্দ ভাগ করে নিতে মেতে উঠবে জলঢাকাবাসী। ১৪২৫ সালের বর্ষবরণ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে জলঢাকা উপজেলা প্রশাসন, সাংবাদিকদের সংগঠন বৈশাখ উদযাপন পরিষদ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সংগঠন ও ক্লাব। এদিকে সাংবাদিকদের সংগঠন জলঢাকা বৈশাখ উদযাপন পরিষদ জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করেছে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ উপলক্ষে সর্বসাধারণের জন্য দুইদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, যাদু প্রদর্শনী, নাটক ও মঙ্গল শোভাযাত্রা। এছাড়াও থাকছে শিশুদের জন্য নাগরদোলা, চরকিখেলা, কেনাকাটার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাহারি রকমের স্টল। অন্যদিকে উপজেলা প্রশাসন পৌরসভাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করেছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, লেডিস ক্লাবের উদ্দোগে পন্তাভাতের আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় বাঙ্গালীর এই প্রানের উৎসবে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বর্ষবরণ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা ও কর্মসুচিতে উপজেলার সকল সাধারন মানুষকে অংশগ্রহনের আহবান জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 4038525118921562671

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item