ডোমারে বিশ্ব স্বাস্থ্য দিবসের মাসব্যাপী কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

“সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে  ডোমারে মাস ব্যাপী বিশ^ স¦াস্থ্য দিবসের কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ২৩ এপ্রিল সোমবার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুন্সীপাড়া গ্রামে মমিনুল ইসলামের বাড়ির উঠানে সিহাব হাসান শাসনের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আ: মান্নানের সভাপতিত্বে ইউপি সদস্য জয়নাল আবেদীন, ল্যাম্ব টেকনিক্যাল কোর্ডিনেটর তনু মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা  স্বাস্থ্য ও পঃ পঃ অধিদপ্তর আয়োজিত ল্যাম্ব প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় গত ৭ এপ্রিল শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন হতে এক বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভার মধ্যদিয়ে মাসব্যাপী কর্মসূচীর শুভ সূচনা করেন  উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নাসিমা হক। এ সময়  উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: রায়হান বারী (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে ডা: শাহ মোয়াজ্জেম, নূর আলম (টিএলসিএ), মো: খোরশেদুর রহমান (এইচআই), ল্যাম্ব ফিল্ড কোর্ডিনেটর জীবন কুমার পোদ্দার প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উল্লেখ্য মাসব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহায়তায়,ল্যাম্ব-কর্তৃক বাস্তবায়িত শো প্রকল্পের আওতায় উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ১১ টি কমিউনিটি ক্লিনিক ছাড়াও পাড়ায়, মহল্লায় মোট ৪৪ টি পুরুষ দলে পর্যায়ক্রমে এ দিবসটি যথাযথ ভাবে একযোগে পালন করা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত সদস্যদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার  বিতরণ করা হয়। ল্যাম্ব শো প্রকল্পের এ ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল ।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 760092174301853173

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item