চিলাহাটী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ

এ আই পলাশ-
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল অর্থের বিনিময়ে প্রধান শিক্ষক নিয়োগের পায়তারা হচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কতিপয় সদস্যকে নিয়ে এমন পায়তারা করছে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট ১২ এপ্রিল(বৃহস্পতিবার) অভিযোগ করেছেন বিদ্যালয়ের এসএমসির সদস্য,অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অভিযোগ পত্রের সূত্র থেকে জানা যায়,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের মৃত্যুজনিত কারনে বিদ্যালয়ে একজন দক্ষ প্রধান শিক্ষকের প্রয়োজন হয়।বিদ্যালয়ের সভাপতি কতিপয় সদস্যকে নিয়ে জোরজবস্থিমূলকভাবে নিয়োগ কমিটি গঠন করেন।গোমনাতী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আনোয়ারুল ইসলামকে প্রধান শিক্ষক নিয়োগের জন্য অগ্রীম বিপুল অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগপত্রে দাবী করা করা হয়।নিয়োগের বৈধতা পাবার জন্য সেই শিক্ষক নিজ খরচে কিছু শিক্ষককে আবেদন করায় বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।১৯৫৮ সালে স্থাপিত ঐতিহ্যবাহী বিদ্যালয়টির সুনাম অক্ষুন্ন রাখতে বিষয়টি তদন্তের আবেদন জানানো হয়েছে।অন্যদিকে বিদ্যালয়টির শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দ এক আবেদনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্য হতে আবেদনকারী ২ জন শিক্ষকের একজনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের ব্যাপারে মতামত প্রদান করেন।উল্লেখ্য যে,নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যালয়ের ২ জন শিক্ষকসহ মোট ১১ জন প্রার্থী আবেদন করেন।
এ বিষয়ে অভিভাবক সদস্যের পক্ষে অভিযোগকারী তরিকুল আলম অভিযোগ দেওয়ার কথা স্বীকার করে জানান,ভবিস্যত প্রজন্মের সুশিক্ষার স্বার্থে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ প্রয়োজন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুল ইসলাম ফিলিপ অর্থ লেনদেনের বিষয়টি অস্বীকার করে বলেন,আমি আজ সভাপতি আছি কাল থাকবোনা।কিন্তু এলাকার শিক্ষা ব্যাবস্থার উন্নয়নের স্বার্থে একজন অভিভাবক হিসেবে আমিও চাবো ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতেএকজন দক্ষ প্রধান শিক্ষক নিয়োগ হোক।এই যুগে কোন ডকুমেন্ট ছাড়া বিপুল পরিমান অর্থ কেউ কারো হাতে দিবে বিষয়টি হাস্যকর।
 শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন,যোগ্যতা থাকলে চাকরী হবে,টাকা দেওয়ার প্রশ্নই আসেনা।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5990876375742355626

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item