চিলাহাটি রেলস্টেশনে কাউন্টারে গেলে টিকেট নেই, কালো বাজারে টিকেট । ডিআরএম বরাবর অভিযোগ

রিপোর্ট-এ,আই পলাশ,ছবি-রবিউল ইসলাম-
  নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশনে দীর্ঘদিন যাবত টিকেট কালোবাজারীদের দৌরত্ব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেড়েছে রেলস্টেশনের বুকিং মাস্টারদের প্রকৃত টিকেটের মূল্য থেকে প্রতিটি যাত্রীর কাছ থেকে বাড়তি ১৫ থেকে ৩০ টাকা করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে। এব্যাপারে ইতি পূর্বে বেশ কয়েক বার বুকিং মাস্টারদের সঙ্গে যাত্রীদের বাকবিতন্ডতা হয়েছে।শুক্রবার (২৭ এপ্রিল) দুপুরে চিলাহাটি থেকে রাজশাহী গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ১৪ জন যাত্রী,যার টিকেট নং- ০০১৮৪৪ হতে ০০১৮৫৬, স্টেশন মাস্টারের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ে  পাকশী বরাবরে একটি লিখিত অভিযোগ দেন।অভিযোগ সূত্রে জানা যায়,উক্ত ১৪ জন যাত্রী চিলাহাটি থেকে সান্তাহার যাওয়ার জন্য কাউন্টারে গিয়ে টিকেট নিতে চাইলে  বুকিং মাস্টার মাহাফুজ সান্তাহারের টিকেট নেই বলে উক্ত ব্যক্তিদের আহসানগঞ্জের টিকেট নিতে বলেন। নিরুপায় হয়ে আহসান গঞ্জের টিকেট কিনতে চাইলে,বুকিং মাষ্টার মূল্য ১৭০ টাকার পরিবর্তে জন প্রতি ১৮০ টাকা দাবী করেন। বাধ্য হয়ে তারা অতিরিক্ত মূল্য দিয়েই টিকেট কাটেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন। উল্লেখ্য চিলাহাটি রেলস্টেশনের প্রতিদিন ৫টি আন্তঃনগর ট্রেন আসা যাওয়া করে। বিশেষ করে ঢাকা থেকে চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির টিকেট কালো বাজার ছাড়া কোন ভাবেই পাওয়া যায় না। এই কালো বাজারী ব্যবসার মুল হোতা বুকিং মাস্টার জনি ও মাহাফুজ তাদের মাধ্যমেই সব আন্ত নগর ট্রেনের টিকেট কালো বাজারী এজেন্টগণের মাধ্যমে বিক্রি হয় বলে একাধিক যাত্রী অভিযোগ করেন। এদের মধ্যে বিশেষ করে ডোমারের টিকেট ব্লাকার জনি ও নীলসাগর টেনের খাবার গাড়ীর বেয়ারা রিপন প্রতিদিন ঢাকা গামী ১৫ থেকে ২০টি টিকেট বিক্রয় করে।  এ ব্যাপারে চিলাহাটি রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বিষয়গুলি প্রতি নিয়ত ঘটছে তবে অভিযোগকারী না থাকায় পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না।

পুরোনো সংবাদ

নীলফামারী 6254854679872483037

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item