ডোমারে রাস্তা সংস্কারের দাবীতে মানব বন্ধন।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে প্রধান সড়ক সংস্কার,পানি নিস্কাষন ব্যবস্থার উন্নয়ন ও দশ চাকার ট্রাক চলাচল বন্ধের দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালিন করা হয়েছে।
২৫ এপ্রিল বুধবার সকাল ১১টায় ডোমার রেলঘুমটি মোড়ে সম্মিলিত ডোমার বাসীর ব্যানারে এই কর্মসুচী পালন করা হয়। ডোমার প্রেসক্লাব সম্পাদক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে লিটল হার্টস স্কুলের পরিচালক পাপ্পু,ছাত্র শাকিল, প্রভাষক জাকির প্রধান সহ স্থানীয় লোকজন বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা ডোমার পৌর শহরের প্রধান সড়কসহ সকল সড়ক সংস্কার, শহরে পানি নিস্কাষনের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ডোমার বাজার দিয়ে পাথর ভর্তি  ট্রাক চলাচল বন্ধের দাবী জানান। তারা বলেন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই শহরের প্রধান প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যায়। ফলে এলাকার স্কুল, কলেজ মাদ্রাসসহ পখচারীদের ভিষন ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে ধ্বস নেমে এসেছে। বক্তারা বলেন, অবিলম্বে ডোমারের প্রধান সড়ক সংস্কার করা না হলে সকল রাজনৈতিক নেতাদের বাড়ী অবরোধ করা হবে। এলাকার সচেতন নাগরিকের  বিপুল সংখ্যক মানুষ এত অংশ নেয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 2284737818217633353

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item