ডোমার গোমনাতীতে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমার গোমনাতীতে দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে কলিযুগের জীবের মুক্তি কামনায় ৩য় তম ২৪ প্রহর, ৩ দিন ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ গোমনাতী সন্নাসীতলা মন্দিরে ২৩ এপ্রিল সোমবার তা সমাপ্ত হয়েছে।  গত শনিবার ভোররাত্রী থেকে শ্রীমদ্ভগবত গীতা পাঠ অন্তে, মঙ্গলঘট স্থাপন, শুভ অধিবাস, তুলসি আরতি ও নগর পরিক্রমার মধ্যদিয়ে যজ্ঞানুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকার ৬টি দল মহানাম সুধা পরিবেশন করেন। নামসুধা দেখতে পার্শবতী উপজেলা থেকে আসা হাজারো ভক্তের ঢল নামে, যেনো মন্দির প্রাঙ্গন হিন্দু সম্প্রদায়ের  মিলন মেলায় পরিনত হয়েছে। এদের মধ্যে নারী ভক্তদের উস্থিতি ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যায় পরিচালনা কমিটির সভাপতি বাবু ফনিভূষন বর্ম্মনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার। বিশেষ অতিথি হিসাবে, সাংবাদিক আনিছুর রহমান মানিক, ইউপি সদস্য ফারুক হোসেন দুলাল, জাহিদুল ইসলাম, সাবেক সদস্য অরুন চন্দ্র রায় উপস্থিত ছিলেন। এছাড়াও সমাজ সেবক র্দূলভ চন্দ্র, সুধীর চন্দ্র রায়, যাদব চন্দ্র, মহেশ চন্দ্র, জ্যোতিশ চন্দ্র, ভুপতি চন্দ্র, তারাপদ রায়, গুরু চরণ, বিজয় চন্দ্র রায়, শৌলেন্দ্র নাথ রায়, নগেন্দ্র নাথ রায় প্রমূখ বক্তব্য রাখেন। কমিটির  সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন রায় বলেন, দির্ঘদিন যাবত এই মন্দিরে যজ্ঞানুষ্ঠান, কির্ত্তন, হিন্দু ধর্ম সভাসহ নানা পূজা উৎসব করে আসছি, শুধুমাত্র আর্ধিক অসশ্চলতা কারণে মন্দিরের উন্নয়ন কাজ বন্ধ আছে। এলাকার জনপ্রতিনিধি বা সরকারী ভাবে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পেলে আগামীতে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব বলে তিনি জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 5245804439328615673

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item