ডোমারে বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“বন্ধু হও শত্রু হও ক্ষমা কর আজিকার মতো, পুরাতন বর্ষের সাথে অপরাধ যত” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গল শোভা যাত্রার মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে বাংলা নববর্ষ ১৪২৫ উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন, পৌরসভা ও নাট্য সমিতি আয়োজিত ৯দিন ব্যাপী বৈশাখী মেলার উপলক্ষে ১লা বৈশাখ সকাল ৯টায় বাটার মোড় হতে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে হৃদয়ে স্বাধীনতা চত্বরে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া। ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, থানা অফিসার ইন্চার্জ মোকছেদ আলী, ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সংগঠক আল আমিন রহমান, মিজানুর রহমান সোহাগ প্রমূখ বক্তব্য রাখেন। এতে প্রায় উপজেলার ৭টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগর দোলা, ডেমু রেলগাড়ী, হা ডু ডু, লাঠি খেলা দর্শকের মন কাড়ে। এ ছাড়াও বিভিন্ন দোকানের পরশা সাজিয়ে প্রায় ৩০টি ষ্টল স্থান পায় মেলা প্রাঙ্গনে।

পুরোনো সংবাদ

নীলফামারী 9069622516168431887

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item