ডোমারে অটো শ্রমিককে আহত করায়, বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অটো শ্রমিক আলমগীর হোসেনকে পিটিয়ে আহত করায়, বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ। ডোমার উপজেলা অটো/টেম্পু মালিক পরিবহন সমবায় সমিতি আয়োজিত ৩১ মার্চ শনিবার বিকালে থানা সংলগ্ন তাদের নিজ কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম রিমুনের সভাপতিত্বে জেলা কমিটির সভাপতি মজিবুদ্দৌলা জকি, সাধারন সম্পাদক আবু তালেব, কোষাধক্ষ্য জুয়েল, সড়ক সম্পাদক বাকী বিল্লা. উপজেলা শাখার সাধারন সম্পাদক মশিয়ার রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি, সহ-সম্পাদক শাহিনুর রহমান, সংগঠক ফারুক হোসেন, সৌরভ, আহত আলমগীরের পিতা শফিকুল ইসলাম মোস্তান প্রমূখ বক্তব্য রাখেন। উল্লেখ্ বুধবার ২৮ মার্চ দুপুরে  অটোরিক্সা হতে অবৈধভাবে চাঁদা তোলার  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায়  আহত  সংগঠনের চাঁদা আদায়কারী আলমগীর হোসেনকে(২৫) আশংঙ্কাজনক অবস্থায়  রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা নথিভুক্ত করে, কঠিন শাস্তির জোরদাবী জানান তারা।
অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন সংগঠনের নেতারা।

পুরোনো সংবাদ

নীলফামারী 1632281565653430331

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item