দিনাজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন”- এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর আয়োজিত স্বাস্থ্য সেবা বিভাগ, পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
৩০ এপ্রিল সোমবার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মাসুদ রেজা খান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কানসালটেন্ট (মিডিসিন) ডাঃ ওয়াহেদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইমদাদুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পারভেজ সোহেল রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ রবিউজ্জামান, শশরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, দিনাজপুর জিলা স্কুলের ছাত্র আদমান তাওহিদ, মোঃ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নুসরাত সুমাইয়া। সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ ইছামুদ্দীন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। অতিথিবৃন্দ রচনা প্রতিযোগিতায় ১০ জন, চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ১০জন, কুইজ প্রতিযোগিতায় ১০জন কে সনদপত্র ও  ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া রান্নাবান্না প্রতিযোগিতায় বৌ-শাশুড়ী ১০ জন এবং কৃষক ১০ জনকে ফলের চারা ও শাক সবজির বীজ বিতরণ করা হয়। বক্তারা বলেন, সব খাদ্য পুষ্টিকর খাদ্য নয়। খাবার সময় আমাদের ভাবতে হবে কোন খাদ্যটি পুষ্টিযুক্ত। সেটাই খেতে হবে। সে ব্যাপারে আমাদের সন্তানদের সচেতন করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6925222489040249823

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item