পার্বতীপুরের বেলাইচন্ডীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে ॥ এক পথচারীর মৃত্যু

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালি ট্রাক সড়কে পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে এক পথচারীর ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আর এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে উপজেলা বেলাইচন্ডী বাসস্ট্যান্ড এলাকায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন দিনাজপুরের পার্বতীপুর থেকে ১০ চাকাবিশিষ্ট একটি খালি ট্রাক ( নম্বর: ঢাকামেট্টো-ট-২০-১৪৬১) সৈয়দপুরের দিকে আসছিল। ভোর আনুমানিক সাড়ে ৫টা ট্রাকটি পার্বতীপুরের বেলাইচন্ডী বাস স্ট্যান্ড অতিক্রমকালে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দ্রুতগতির ট্রাকটি সড়কের পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় সড়কে এক পথচারী ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হন। এ সময় চায়ের দোকানের  কর্মচারী মামুন  (৪০) আহত হয়েছে। নিহত পথচারীর নাম সাদেকুল ইসলাম (৩৪)। তিনি বেলাইচন্ডী বাসস্ট্যান্ড মাদ্রাসা মাঠ এলাকার আব্দুল লতিফের ছেলে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ঘটনার পর থেকে গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া একটা পর্যন্ত সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে শত শত বিভিন্ন ধরণের যানবাহন আটকা পড়ে। আর  এ সময় গাড়িতে থাকা মানুষজন চরম দূর্ভোগে পড়েন। পরে খবর পেয়ে পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসিবুল ইসলাম ও উপজেলার ১ নম্বর বেলাইচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাসিবুল রশীদ রুম্মন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুদ্ধ এলাকাবাসীকে সড়ক থেকে অবরোধ তুলে নেয়ার আহবান জানান।  পরে তাদের আহবানে বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়কের অবরোধ তুলে নেয়। পরে বেলা সোয়া ১টায় পাবর্তীপুর- সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যান চলাচল স্বাভাবিক হয়।



পুরোনো সংবাদ

নির্বাচিত 8668155820766244849

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item