স্থায়ী নিয়োগের দাবীতে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সংবাদ সম্মেলন

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতিপুর বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের উন্নয়নকর্মী শ্রমিকদের উৎপাদন কর্মি হিসেবে স্থায়ী নিয়োগের দাবীতে তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির শ্রমিকরা সংবাদ সম্মেলন করেন।
কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১ টায় শ্রমিকদের অস্থায়ী কার্যালয় বড়পুকুরিয়া কয়লাখনি বাজারে এই সংবাদ সম্বেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবু সাঈদ।
কমিটির সাধারন সম্পাদক আবু সাঈদ তার বক্তব্যে বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের সহস্রাধিক শ্রমিক উন্নয়ন কাজে নিয়োজিত ছিলো। তারা ঐ কাজে নিয়োজিত থাকায় অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছে। তাই তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কতৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টান্যাশনাল এর কতৃপক্ষের কাছে কয়েকবার আবেদন করলেও কতৃপক্ষ কোন সাড়া দেয়নি।
এর পর দির্ঘদিন ধরে নিয়মতান্ত্রীক ভাবে আন্দোলন করে আসছে শ্রমিকরা, তাদের এ দাবী মেনে নিলে, দুর্বিসহ বেকার জীবন থেকে রক্ষা পাবে শ্রমিকরা। কিন্তু কতৃপক্ষ নিয়োগের বিষয়ে সামান্যতম অগ্রগতি দেখায়নি। সে কারনে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে। আগামী ১৯শে এপ্রিল এর মধ্যে কতৃপক্ষ ন্যায্য দাবী মেনে নিয়ে শ্রমিকদের উন্নয়ন কাজে নিয়োগের ব্যবস্থা না নিলে, ২১শে এপ্রিল থেকে অবিরাম কর্মবিরতি চলবে বলে তারা কঠোর হশিয়ারী দিয়েছেন। সেই সাথে আন্দোলন চলাকালিন সময়ে কোনরকম অপ্রিতিকর ঘটনা ঘটলে এর দায় দায়িত্ব তখন কতৃপক্ষকেই বহন করতে হবে বলে আন্দোলনকারীরা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম,আরিফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক শাহাজান আলী, সহ-সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিন্নাহ্ ,নুরআলম,মহাসিন আলী,বাবু,আইয়ুবসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

দিনাজপুর 2175422298581115013

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item