ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী চরক মেলা অনুষ্ঠিত-ভিডিও সহ


মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী চাঁদপাড়া মন্দির চত্বরে দিনব্যাপী ঐতিহ্যবাহী চরক মেলা অনুষ্ঠিত হয়েছে।

বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধারন ও বহন করতে প্রতি বছরের ন্যায় পৌর এলাকার চাঁদপাড়া মন্দির কমিটির আয়োজনে ২১শে এপ্রিল শনিবার ঐতিহ্যবাহী এই চরক মেলা অনুষ্ঠিত হয়।

বিকেলে মেলার মাঠে হিন্দু সম্প্রদায়ের চরক পুঁজা ও বিভিন্ন নিয়মাবলীর  মাধ্যমে চরক মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।মেলায় চরক গাছে জীবন্ত মানুষের পিঠে লোহার কল ফুড়িয়ে বাঁশের চরকিতে বেধেঁ ঘুরানো হয়। স্থানীয় ভাষায় এ মেলাকে বলা হয় পিঠফোড়া মেলা। চরক খেলোয়াড় হিসেবে এবার অংশগ্রহন করেন অরবিন্দু রায়।

ঐতিহ্যবাহী এই মেলা পরিদর্শন করেন ফুলবাড়ী পৌর মেয়র মুরতুজা সরকার মানিক ও সংস্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ময়েজ উদ্দিন মন্ডল মেলা পরির্দশনের সময় পৌর মেয়র বলেন গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষা করতে মন্দির কমিটি এ মেলার  আয়োজন করেছে  তা অত্যন্ত প্রসংশোনিয়।

মেলা কমিটির সভাপতি সুরজিৎ কুমার দাস জানান, এই চরক মেলা প্রায় ২০বছর ধরে মন্দির কমিটি’র উদ্যোগে আযোজন করে আসছে। প্রতিবছর হিন্দু সম্প্রদায়ের লোকেরা বাংলা সনের চৈত্র সংক্রান্তির মাঝামাঝি সময় শতবছর ধরে এই চরক পুজাঁ ও মেলার আয়োজন করে। তারই অংশ হিসেবে এই চরক মেলার আয়োজন করা হয়েছে।

মেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমতে দেখা গেছে, সেই সাথে চরক মেলাকে কেন্দ্র করে মেলায় রকমারী দোকান বসতে দেখা গেছে যা শিশু ও কিশোর কিশোরীদের আকর্ষণ করে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 5585461865197123823

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item