দিনাজপুরে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর ॥ সারাদেশের ন্যায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে এইচ,এস,সি সমমানের পরীক্ষা। এবার ২০১৮ ইং সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের অধীনে ৮টি জেলার (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট) ৬শ’ ৪৫টি কলেজে ১৯৬টি পরীক্ষা কেন্দ্রে মোট ১ লাখ ১৮ হাজার ৯৪১ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগসহ ৩টি বিভাগে ৬১ হাজার ৮০৩ জন ছাত্র ও ৫৭ হাজার ১৩৮ জন ছাত্রী এইচ,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
২ এপ্রিল সোমবার দিনাজপুর সরকারী মহিলা কলেজ কেন্দ্রে এইচ,এস,সি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক। এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নকলমুক্ত ও শান্তি পরিবেশে এইচ,এস,সি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 355925980697374048

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item