দিনাজপুরে ১৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত শিক্ষা বোর্ডের উদ্বোধন

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর ঃ
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনির্মিত ৮তলা প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ১৫ এপ্রিল রোববার শিক্ষা বোর্ড প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ও দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এই প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষাবোর্ড প্রাঙ্গণে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বর্তমান সরকার একটি আধুনিক ও যুগপোযোগি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। সরকার উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশকে নিয়ে যেতে চান। দিনাজপুর শিক্ষা বোর্ডে এসে কোন শিক্ষক যাতে কোন ধরনের হয়রানীর শিকার না হন সেদিক লক্ষ্য রাখতে হবে। তিনি শিক্ষা বোর্ডকে একটি আধুনিক ও দূর্নীতিমুক্ত শিক্ষা বোর্ড হিসেবে গড়ে তুলতে সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলম বিপিএম, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজুল ইসলাম ফিরোজ, রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী ও শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. আমিনুল হক সরকার, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. নুরুজ্জামান জাহানী, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আহসানুল হক মুকুল, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজিজুল হক শাহ প্রমূখ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7291505454920095050

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item