মধ্যপাড়া খনিতে দুর্ঘটনায় আবারো খনি শ্রমিকের মৃত্যু

মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের মধ্যপাড়া  পাথর খনিতে ভূগর্ভে কাজ করার সময় দূর্ঘটনায় মামুন (২২) নামে আবারো এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

খনি সুত্রে জানা যায়, গত ২১্এপ্রিল শনিবার আনুমানিক রাত ৮ টারদিকে খনির ভুগর্ভে  কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে। এতে খনি শ্রমিক মামুন (২২) গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জিটিসি কতৃপক্ষ নিজেস্ব পরিবহনে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে ঐ রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মামুন উপজেলার কুশদহ ইউনিয়নের মাখাই পাড়া গ্রামের আব্দুর রশিদ এর ছেলে। খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)র অধীনে ভুগর্ভে ড্রিপটিং শাখায় এসিষ্টেন হেলপার হিসেবে সাতমাস  যাবৎ ওই খনি শ্রমিক কাজ করে আসছিল।

এ ব্যাপারে গতকাল ২২শে এপ্রিল রবিবার খনির ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরল আওরঙ্গজেব এর সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করে খনি শ্রমিক এর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন। উল্ল্যেখ গত ৯ই এপ্রিল একইভাবে মোস্তফা কামাল (৩২) নামে এক খনি শ্রমিরেকর মৃত্যু হয়।

পুরোনো সংবাদ

নির্বাচিত 3873288577437530948

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item