জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের শিশু আনন্দমেলা আগামীকাল নীলফামারীতে

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৮ এপ্রিল॥
‘মুক্তিযুদ্ধের চেতনার নতুন প্রজন্ম গড়ে তোল’ এই দৃঢ় প্রত্যয় নিয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের শিশু আনন্দমেলা ২০১৮ আগামীকাল রবিবার (২৯ এপ্রিল) নীলফমারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্থানীয় শিল্পকলা একাডেমীর মিলনায়তনে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ। প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। সভাপতিত্ব করবেন নবকলি খেলাঘর নীলফামারী কমিটির সভাপতি কাজী এ.এম জিয়াউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে শিশু-কিশোরদের বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এরপর সাংগঠনিক অধিবেশন শুরু হবে।

বিশেষ অতিথি থাকবেন, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান।

নীলফামারী নবকলি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আফরোজা বিনতে আজিজ গ্লোরী জানান, উত্তরাঞ্চলের বিভিন্ন শাখা আসরের সহস্রাধীক শিশু-কিশোর, কর্মী, সংগঠক এই আঞ্চলিক সম্মেলনে অংশ নেবে। এই সম্মেলনকে দিনব্যাপী শিশু আনন্দমেলা বলে আখ্যায়িত করা হয়েছে।
আগামী ২ মে খেলাঘর আসরের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 7674203420455781531

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item