সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ - ২০১৮ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে “বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি” প্রতিরোধ সপ্তাহের এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ।
সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজের  সভাপতিত্বে সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন  সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু।
এতে অন্যদের মধ্যে আলোচনা অংশ নেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল বাসির মিয়া,সদস্য কামরুন নাহার ইরা, মির্জা জহুরা আক্তার, তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. ফারুক আহম্মেদ।
এর আগে সততা সংঘের সদস্যদের  দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী হাদিসা আক্তার রিনা শপথ বাক্য পাঠ করান।
পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ,সুধীজন,সাংবাদিক উন্নয়ন কর্মী, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,শিক্ষক-শিক্ষিকা ও সততা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।    

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item