ঠাকুরগাঁও ৩০ বিজিবি একতা প্রতিবন্ধী শিশু দের মাঝে ল্যাপটপ ও প্রজেক্টর তুলে দিলেন।

আব্দুল আওয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজী ঝাড়গাঁও, ভেলাজানে অবস্থিত একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র।

বৃহস্পতিবার সকাল ১১ টায় একতা প্রতিবন্ধী পরিচালক আমিরুল ইসলাম এর হাতে ল্যাপটপ ও প্রজেক্টর তুলে দিলেন। 

এসময় উপস্থিত ছিলেন, ৩০ বিজিবির ল্যাঃ করনেল মোহাম্মদ হোসেন, নুরুল ইসলাম চেয়ারম্যান ০৯ নং রাইয়পুর উই,পি ও সভাপতি একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র, মোঃ হামিদুর রহমান,মোঃ আব্দুল আওয়াল ঠাকুরগাঁও, পরিচালক আমিরুল ইসলাম একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র ও স্কুলটির বিভিন্ন শিক্ষক মন্ডলি প্রমুখ।

প্ররিচালক আমিরুল ইসলাম বলেন, আমার নিজ অর্থায়নে এই প্রতিষ্ঠানটি স্থাপন করা সম্ভব হয়নি। তাই আমি আমার স্বাধ্যমত করে  প্রতিবন্ধী শিশুদের জন্য। সবারে কাছে সাহায্য সহযগিতা নিয়ে কাজ করছি  সরকার যদি আমার এই স্কুলের শিশুদের দিকে একটু বিশেষ নজর দিয়ে দেখত তাহলে খুবভাল হত।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 4255022891157542297

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item