রাণীশংকৈলে ১২ বীরঙ্গনাকে মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রদান

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ॥
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসে ১২ বীরঙ্গনাকে ১৪মার্চ বুধবার সকালে মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা। তিনি বীরঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন- লাল সবুজের পতাকার মাঝে, বাংলার মানচিত্রে  আপনাদের প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয়ে আছে। কারন আপনারাই আমাদেরকে একটি দেশ ও সুন্দর জাতি উপহার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী  জন নেত্রী শেখ হাসিনা আপনাদের সকলকে ভাতা হিসেবে প্রায় ৭০  হাজার টাকা দিয়েছেন।  আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন  এবং অবশ্যই অবশ্যই নৌকা মার্কায় ভোট দিবেন। কারন - একমাত্র প্রধানমন্ত্রীই শুধু মাত্র মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের কথা বেশি বেশি ভাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত ইউএনও মৌসুমী আফরিদা, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা-হবিবুর রহমান ও মুক্তিযোদ্ধা- আবু সুফিয়ান। ভাতাপ্রাপ্ত বীরঙ্গনারা হলেন -মোছাঃ আমেনা বেওয়া, হাসিনা খাতুন, শ্যামল চন্দ্র পাল (মৃত-তিত্ত বালা), লছমি কান্ত রায় (শ্রমতি ঝরো বালা), জাবেদা খাতুন, টেপরি বেওয়ী, ছনুফা বেওয়া, আমেনা বেওয়া, রউসনারা বেগম, ঝর্না রাণী মন্ডল, জমেলা খাতুন, সীতা হেমরম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক-সফিকুল ইসলাম শিল্পী ও প্রশান্ত বসাক প্রমূখ।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 5529377973376898268

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item