হরিপুরে মিড-ডে মিল বর্ষপূর্তি উপলক্ষে মা সমাবেশ

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বৃহস্পতিবার দুপুরে তারবাগান গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর বছর পূর্তি উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ৫নং সদর হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মংলা’র সভাপত্তিতে মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.জে আরিফ বেগ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আ’লীগ হরিপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক  অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, মোসলেমউদ্দি ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা প্রাশিক্ষা অফিসার, আজিজার রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম (কাজল)। এ সময়ে তিনি বলেন বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি ও ঝড়ে পরা রোধের জন্য গত ২০১৭ সালের ১লা মার্চ থেকে নিজ উদ্যোগে ছাত্র/ছাত্রী অভিভাবক ও এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তির সহযোগীতায় বিদ্যালয়টিতে মিড-ডে মিল চালু করা হয়। মিড-ডে মিল চালু’র পুর্বে বিদ্যালয়ে ১৬১ ছাত্র/ ছাত্রী থাকলেও উপস্থিত হতো ৫০% কিন্তু মিড-ডেমিল হওয়ার পর তা বৃদ্ধি পায়ে ১০০% পরিনিত হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে ১৯৪  জন ছাত্র/ছাত্রী রয়েছে। গত বছর সমাপনী পরীক্ষায় ২জন ছাত্র এ+ পেয়েছে। মিড-ডে মিলে কার্যক্রমটি বিদ্যালয়ে ধরে রাখার জন্য সরকারী সহযোগীতা চেয়েছেন।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 4748993707159598377

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item