রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পাশাপাশি উপজেলা হলরুমে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা, আ’লীগ সভাপতি সইদুল হক, সম্পাদক তাজউদ্দীন, ওসি (তদন্ত) সালাউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-ছাত্র/ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন, লেখক-গীতিকার-সাংবাদিক- আধ্যাপক আনোয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম অধ্যক্ষ তাজুল ইসলাম, ইউএনও পতি প্রভাষক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। অনুষ্ঠানে শিল্পি সুকুমার চন্দ্র মোদক ও প্রশান্ত বসাকের পরিচালনায় স্থানীয় শিল্পিরা সংগীত পরিবেশন করেন।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3527205215118575470

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item