সৈয়দপুরে আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ২০১৮ সালে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাবের আলী প্রামানিক।
 এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, ম্যানেজিং কমিটির সদস্য মো. ইয়াছিন আলী, ইতিহাস বিষয়ের প্রভাষক মো. আলমগীর সরকার ও  বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মোছা. নাজমা বেগম।
প্রতিষ্ঠানের বিদ্যালয় শাখার সিনিয়র সহকারি শিক্ষক মো. নাছিম রেজা শাহ্  বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী  পরীক্ষার্থীদের উদ্দেশ্যে লেখা এশটি মানপত্র পাঠ  করা হয়।  কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মিজবাহ মানপত্রটি পাঠ করেন।
পরে  মাওলানা মো. রব্বানীর পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেষে বিদায়ী পরীক্ষার্থীদো হাতে তাদের পরীক্ষার প্রবেশপত্র ও উপহার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এবারের ২০১৮ এইচএসসি পরীক্ষায় সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে তিন বিভাগের মোট ১০২জন পরীক্ষার্থী অংশ নিবে। তন্মধ্যে বিজ্ঞান বিভাগে ২১ জন, মানবিক বিভাগে ৪৬, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৮জন এবং এক বিষয়ে অনিয়মিত ৭জন।  

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8775089002960939930

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item