সৈয়দপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য পদযাত্রা হয়েছে। দুর্র্নীতি প্রতিরোধ সপ্তাহ- ২০১৮ উদ্যাপন উপলক্ষে আজ(মঙ্গলবার) সকালে ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এবারের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের প্রতিপাদ্য “ বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি”  সামনে রেখে সকাল ১০টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদযাত্রাটির  শুভ উদ্বোধন করেন । এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, দি সৈয়দপুর বণিক সমিতির সবাপতি মো. ইদ্রিস আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল বাসির মিয়া, সাধারন সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন  লুতু, সদস্য কামরুন নাহার ইরা, অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, মির্জা জহুরা আক্তার, শিউলি সুলতানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।   
 বর্ণাঢ্য পদযাত্রাটি সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।  শেষে পদযাত্রায় অংশগ্রহনকারীদের  ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সভাপতি (ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ। পদযাত্রায় সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ছাড়াও , শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত সততা সংঘের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, সুধীজন, সাংবাদিকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6381880625891366654

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item