জাওয়াদুল হক গোল্ডকাপ ক্রিকেট- সৈয়দপুর ক্রিকেট ক্লাব ৮০ রানের ইয়াং ব্রাদার্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল উঠেছে

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে জাওয়াদুল হক গোল্ডকাপ টি-টুয়েন্টি টুর্নামেন্টে সৈয়দপুর ক্রিকেট ক্লাব কোয়ার্টার ফাইনালে উঠেছে।আজ (সোমবার) সকালে সৈয়দপুর রেলওয়ে মাঠে অনুষ্ঠিত খেলায় সৈয়দপুর ক্রিকেট ক্লাব  প্রথম খেলায় ইয়াং ব্রাদার্সের  ক্রিকেট ক্লাবকে  ৮০ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
 সকালে টস জিতে সৈয়দপুর ক্রিকেট ক্লাব ব্যাট করতে নামেন। সৈয়দপুর ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে মাত্র ৫ উইকেটে ২১০ রান করে। দলটির পক্ষে সাকলাইন মাত্র ১৯ বলে ৬৩ রান করে। এছাড়াও সেলিম ২১ বলে ৩২ ও রাজু ২৮ বলে ২৭ রান করে। ইয়াং ব্রাদার্সের বাদশা ও দীপ ২টি করে এবং আবু ১টি উইকেট লাভ করেন। জবাবে ইয়াং ব্রাদার্স জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ইয়াং ব্রাদার্স ১৩০ রান তুলতে সক্ষম হয়। ফলে ৮০ রানের বিশাল ব্যবধানে জয় পায় সৈয়দপুর ক্রিকেট ক্লাব। ক্রিকেট ক্লাবের ইশতি ২ এবং মিন্টু, মানিক, সুজন, সাকলাইন ও আমান ১টি করে উইকেট পান। ক্রিকেট ক্লাবের সাকলাইন ঝড়ো গতিতে ৫৯ রান ও বল হাতে ১ উইকেট নেয়ায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
এছাড়াও ৭টি ছয়ের মাধ্যমে মাত্র ১৯ বলে ৬৩ রান করায়  শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের মেসার্স গাউসিয়া কনফেকশনারীর সৌজন্যে ব্যাটস্ম্যান সাকলাইনকে এক হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। ক্রিকেট ক্লাবের সভাপতি হাজী মো. আওরঙ্গজেব ব্যাটসম্যান সাকলাইনের হাতে ওই প্রাইজমানি তুলে দেন। গতকালের খেলায় শুভ সরকার ও মামুনুর রহমান রাজু আম্পায়ারের দায়িত্ব পালন করেন। আর বিশিষ্ট ক্রীড়া সংগঠক এস এম শাম্স চুন ছিলেন ম্যাচ রেফারি ।
খেলা শেষে বিজয়ী দলের সাকলাইনের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সৈয়দপুর বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. ইদ্রিস আলী। এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জোবায়দুর রহমান শাহিন, কৃষিবিদ এম এ মুবিন সরকার, ক্রীড়া সংগঠক মো. শাবাহাত আলী সাব্বু, আসাদুল ইসলাম আসাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম জাওয়াদুল হক সরকারের আমেরিকা প্রবাসী জ্যেষ্ঠ পুত্র মো. আশিফুল হক সুমন, ক্রীড়া সংগঠক সারফরাজ মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২ মার্চ থেকে সৈয়দপুর রেলওয়ে ক্রীড়া সংস্থার মাঠে জাওয়াদুল হক গোল্ডকাপ টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ১৬টি ক্রিকেট দল অংশ নিচ্ছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 1702287296944800155

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item