সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
 সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মার্চ) বিকেলে কলেজ চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. খালেদ রহীম।
 বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 শুরুতেই স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রাজিব উদ্দিন বাবু।
পরে  কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার এবং গত ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ- ৫প্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীকে  ক্রেস্ট প্রদান করা হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোাগিতায় কলেজ শাখার ১১টি এবং বিদ্যালয় শাখার ৩৩টি ইভেন্টে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
 শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ন্যৃ ও সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, রাজনীতিক,সাংবাদিক, কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ ,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 পুরো অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের  সিনিয়র সহকারি শিক্ষিকা বিলকিছ বানু ও আব্দুল্লাহ্ -আল- কাফী।  

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5036180167946321691

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item