সৈয়দপুর সরকারি কারিগরী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রতিষ্ঠানের মাঠে ওই  বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাশেম।
  বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, প্রতিষ্ঠানের প্রাক্তন কারখানা তত্বাবধায়ক তৈয়ব উদ্দিন আহমেদ।
এতে সভাপতিত্ব করেন প্রাতষ্ঠানের অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, প্রাক্তন সহকারী প্রধান  শিক্ষক আলহাজ্ব মো. আব্দুল বাসিত মিয়া, ফরিদা বানু, সফুরা বেগম,  সহকারি শিক্ষক আলহাজ্ব আ ত ম রেজাউল করিম প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষিকা ইসমত জেরিন মান্নান।
 প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৬০টি ইভেন্টে তিন শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও  শিক্ষার্থীদের জন্য ছিল “যেমন খুশি  তেমন সাজো” প্রতিযোগিতা। এতেও  বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7055192951272458573

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item