সৈয়দপুরে জাওয়াদুল হক গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

  তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

  সৈয়দপুরে জাওয়াদুল হক টি-টুয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।  জাওয়াদুল হক ফাউন্ডেশন সৈয়দপুর রেলওয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠে ওই টুর্নামেন্টের আয়োজন করেছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ।
এতে সভাপতিত্ব করেন  জাওয়াদুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আশিফুল হক সুমন।
 অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র- ১ মো. জিয়াউল হক জিয়া, সাবেক মেয়র মো. আখতার হোসেন বাদল, সাবেক কাউন্সিলর সরকার মো. কবির উদ্দিন ইউনুছ, অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, অধ্যক্ষ কৃষিবিদ এম এ মবিন, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, টুর্ণামেন্ট  পরিচালসা কমিটির আহ্বায়ক ক্রীড়া সংগঠক মো. জোবায়দুর রহমান শাহীন, আয়োজক কমিটির অন্যান্য সদস্য, আম্পায়ার ও উদ্বোধনী খেলায় অংশগ্রহনকারী ঢাকার ফ্রেন্ডস্ একাডেমি ও সৈয়দপুরের এসেক্স ক্লাবের  খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
টুর্ণােেমন্টের উদ্বোধনী খেলায় টসে জিতে ঢাকার ফ্রেন্ডস্ ক্রিকেট একাডেমি সৈয়দপুরের এসেক্সকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রন জানায়। তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান রান সংগ্রহ করেন। জবাবে ঢাকার একাডেমি দলটি ৭ উইকেট  হারিয়ে ১৩২ রান করতে সমর্থ হয়। এতে সৈয়দপুরের ক্লাবটি ৭ রানে জয়ী হয়। খেলায় অল রাউন্ডিং পারফরমেন্সের জন্য সৈয়দপুর এসেক্স ক্লাবের জিমিকে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষনা করা হয়। এ খেলায় মুল আম্পায়ারের দায়িত্বে ছিলেন রেজাওয়ানুল আরিফ, মামুনুর রহমান এবং ম্যাচ রেফারির ছিলেন শাবাহাত আলী সাব্বু। স্কোরার দায়িত্বে ছিলেন রেজা আল হাসান।
এ টুর্ণামেন্টে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৬ ক্রিকেট দল অংশ নিচ্ছে। অংশগ্রহনকারী অন্যান্যদলগুলো হচ্ছে দিনাজপুরের ক্লেমন ক্রিকেট একাডেমি, সৈয়দপুর লিটিল স্টার ক্রিকেট ক্লাব, সিটি ক্রিকেট ক্লাব, ভিক্টোরিয়া ফ্রেন্ডস্ ক্রিকেট ক্লাব, প্রবাহ সংঘ, ইয়াং টাইগার ক্রিকেট একাডেমি,এসেক্স ক্রিকেট ক্লাব, সৈয়দপুর ক্রিকেট ক্লাব, ন্যাশনাল ক্রিকেট ক্লাব,চৌমুহনী ক্রিকেট ক্লাব, পীরগঞ্জ ক্রিকেট একাডেমি, অভিযাত্রা ক্রিকেট ক্লাব, ইয়াং ব্রাদার্স ক্রিকেট কাব,  ক্রিকেট ক্লাব, সৈয়দপুর শেখ রাসেল ক্রিকেট ক্লাব, নীলফামারী নজরুল একডেমি।
প্রসঙ্গত, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার দূরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছরের ১ মার্চ ঢাকা শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পববর্তীতে তাঁর নামে জাওয়াদুল হক ফাউন্ডেশন করা হয়।       

পুরোনো সংবাদ

নীলফামারী 9171894099156544643

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item