গঙ্গাচড়ায় মহিলা বিষয়ক কর্মকর্তার চাঁদাবাজি ও অদক্ষতায় দায়সারা ভাবে নারী দিবস পালিত

সফিয়ার কাজল,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা বেগমের চাঁদাবাজি ও অদক্ষতার কারণে আন্তর্জাতিক নারী দিবস দায়সারা ভাবে পালিত হয়েছে। এতে নারী উন্নয়নে বর্তমান সরকারের ব্যাপক সাফল্য ভেস্তে যেতে বসেছে। জানা যায় গতকাল বৃহস্পতিবার সারাদেশে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় সরকারিভাবে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। কর্মসূচি পালনে সরকারি বরাদ্দ থাকলেও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলার প্রতিটি মহিলা সংগঠন হতে ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত জোরপূর্বক চাঁদাগ্রহণ করে। এছাড়াও উপজেলায় মোট ২৫টির মত নারী সংগঠন থেকে চাঁদা গ্রহণ করলেও ওই সংগঠনগুলোকে সঠিকভাবে অবহিত না করার কারণে কর্মসূচীতে নারীদের উপস্থিতি ছিল খুবই কম। বলা হয়নি সংবাদকর্মীদের। তার অবহেলার কারণে ২৫টি নারী সংগঠনের মধ্যে শুধুমাত্র ৫টি সংগঠন নারী উন্নয়ন মেলায় অংশগ্রহণ করে স্টল দেয়। যা অনেক নারী সংগঠনের নেত্রীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা ওই মহিলা বিষয়ক কর্মকর্তার শাস্তিসহ বদলী দাবী করেন। এ বিষয়ে গঙ্গাচড়া সদর ইউনিয়নের নবনীদাস গ্রামের নারী সংগঠন প্রত্যাশার সভাপতি ফরিদা ইয়াছমিন জানান নারী দিবসের কথা বলে তার সংগঠন থেকে ১ হাজার ২ শত টাকা চাঁদা নেয়া হয়েছে। তিনি আরো জানান ওই ইউনিয়নের নিলকচন্ডী গ্রামে অবস্থিত বেগম রোকেয়া সংগঠনের সভাপতি নুরুন্নাহার বেগম মেরী-র কাছেও ১ হাজার ২ শত টাকা চাঁদা নেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা বেগম বলেন অনুষ্ঠান সফল করতে সরকারিভাবে খুবই কম টাকা বরাদ্দ পাই। যা দিয়ে অনুষ্ঠান করা সম্ভব না। তাই সংগঠনগুলোর কাছ থেকে চাঁদা নেয়া হয়। অনুষ্ঠানের প্রচার বা দাওয়াত দেওয়ার দায়িত্ব অফিস সহকারীর আমার না।

পুরোনো সংবাদ

রংপুর 648958105372388825

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item