রংপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হাজী মারুফ  ॥
রংপুরে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “সময় এখন নারীর উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্মজীবন ধারা” এই শ্লোগানে  রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নগরীতে বিভিন্ন নারী সংগঠন পৃথক পৃথক বর্ণাঢ্য র‌্যালি বের করে।
গতকাল সকালে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর রংপুরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহল মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশ নেন রংপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক রুহুল আমিন মিঞা, মহিলা বিষয়ক কর্মকর্তা কাওছারা পারভীন, জাতীয় কন্যা শিশু ফোরামের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, বিকশিত নারী নেটওয়ার্ক রংপুরের সভাপতি সামছি আরা কলি, আরডিআরএস এর সাবেক কর্মকর্তা মঞ্জু শ্রী সাহা, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী রাজেশ দে রাজু প্রমুখ।
জাতীয় মহিলা সংস্থা, রংপুর॥ রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নগরীতে জাতীয় মহিলা সংস্থা রংপুর বর্ণাঢ্য র‌্যালি বের করে। বর্ণাঢ্য র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়“সময় এখন নারীর উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্মজীবন ধারা” সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থা জেলা শাখা রংপুরের চেয়ারম্যান, রংপুর জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক রোজী রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মরতুজা মনসুর, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, মহানগর মহিলালীগের সভাপতি মমতাজ বেগম, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থার মহিলা বিষয়ক সম্পাদিকা ইক্তা হাছনা লুনাসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

রংপুর 7489766687546554693

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item