পীরগঞ্জে ছাত্রীকে যৌন নির্যাতন, অবরুদ্ধদশা থেকে উদ্ধারের পর মামলা!

মামুনরু রশিদ মেরাজুল, পীরগঞ্জ (রংপুর) থেকেঃ
পীরগঞ্জে মাদরাসার ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে তার ফুপা যৌন নির্যাতন করার পর ওই ছাত্রীর পরিবারকে প্রায় ২ দু’সপ্তাহ অবরুদ্ধ করে রেখেছে। গতকাল বুধবার বেলা ২ টার দিকে উপজেলার ধর্মদাসপুর গ্রামবাসীর সহায়তায় ওই ছাত্রীকে ১৭ দিন পর উদ্ধার করে পীরগঞ্জ থানায় এনে মামলা করা হয়েছে। ঘটনাটির প্রত্যক্ষদর্শী এক শিশুকে হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে।
গ্রামবাসী, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার বড়আলমপুর ইউনিয়নের ধর্মদাসপুরের রিক্সা শ্রমিক রুবেল মিয়ার মেয়ে ধর্মদাসপুর আমিনিয়া আলিম মাদরাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। গত ১৮ ফেব্র“য়ারী দুপুরে ওই ছাত্রী তাদের গরুর জন্য জমি থেকে ঘাস আনতে গেলে তার ফুপা একই গ্রামের জহেরুল ইসলাম (৪৮) তাকে জাপটে ধরে ভুট্টার জমির ভিতরে নিয়ে যায়। এ সময় ছাত্রী চিৎকারের চেষ্টা করলে তার মুখে ওড়না গুজে দিয়ে যৌন নির্যাতন শুরু করে। ওই জমিতেই আছিব মিয়া (৯) নামের এক শিশু পায়খানা করার সময় গোঙ্গানী আর কান্নার শব্দ পায় এবং জহেরুলের আপত্তিকর দৃশ্য দেখে ফেলে। এ সময় ধর্ষক জহেরুল শিশু আছিবকে তাৎক্ষনিকভাবে ১’শ টাকা দেয় বলে ওই শিশু জানায়। শিশুটি আরও জানায়, ওই দিন সন্ধ্যার সময় জহেরুল আমাকে আরও ১’শ টাকা দিয়ে বলেছে তুই কাউকে ঘটনাটি বলবি না। এদিকে ওই ছাত্রী তার বাড়ীতে ফিরে বাবা-মাকে ঘটনাটি জানালে ধর্ষক জহেরুল ক্ষুব্ধ হয়ে উঠে এবং বিষয়টি বাড়াবাড়ি না করার জন্য ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিয়ে বাড়ীতেই অবরুদ্ধ করে রাখে। এভাবেই গত সোমবার পর্যন্ত সময় চলে যায়। একপর্যায়ে সোমবার দিবাগত রাতে গ্রামবাসীর সহায়তায় সাবেক ইউপি সদস্য আশরাফ উদ্দিন, গ্রামবাসী- আনছার, রেজ্জাক, আবু তাহের, ভোলা, আজিজার, শফিকুলসহ ২৫/৩০ জন গ্রামেই শালিসে বসে। শালিসে ধর্ষক না এসে উল্টো সবাইকে দেখে নেয়ার হুমকি দেয় বলে শালিসকারী আনছার জানায়। গতকাল বুধবার বেলা ২ টার দিকে গ্রামবাসীর সহায়তায় ওই ছাত্রী ও তার বাবাকে থানায় আনার পর বাবাকে বাদী করে মামলা করা হয়। যৌন নির্যাতনের শিকার ছাত্রী জানায়, জমিতে ঘাস ছেলার (কাটা) সময় আমাকে আমার ফুপা (জহেরুল) মুখে ওড়না চেপে ধরে ভুট্টার জমিতে নিয়ে গিয়ে আমরা ক্ষতি করেছে। বাড়ী থেকে সে আমাদেরকে বের হতে দিচ্ছে না। গতকাল ধর্ষক জহেরুলের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ধর্ষকের স্ত্রী মোর্শেদা বেগম বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে। ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, ছাত্রী থানায় আছে। কাল (আজ) বৃহষ্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হবে।

পুরোনো সংবাদ

রংপুর 4584213030628940576

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item